বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না-লিরিক্সঃ
বাঁচি না বাঁচি না রে বন্ধু পরানে বাঁচি না
তোমার প্রেমে এত জ্বালা
আমি আগে তো জানি না রে বন্ধু, বাঁচি না রে॥
কে বা না পিরিতি করে রে
ওরে বন্ধু কার এত লাঞ্ছনা
কোন বা দোষে হইলাম দোষী
তুমি একদিন তো কইলায় না রে বন্ধু, বাঁচি না রে॥
জাতি-কুল-যৌবনও দিলাম রে
ওরে বন্ধু জানিয়া আপনা
প্রাণ থাকিতে না পাই যদি
আমি মরণে আর চাই না রে বন্ধু, বাঁচি না রে॥
পাগল আবদুল করিম বলে রে
ওরে বন্ধু অন্তরের বেদনা
তোমার কাছে কী বলিব
তুমি কি জানো না রে বন্ধু, বাঁচি না রে॥
Bachi Na Bachi Na Re Bondhu Folk Song Lyrics:
Bachi na bachi na re bondhu porane bachi na
Tor preme eto jala
Ami age to jani na re bondhu bachi na re
Song Info:
গানঃ বাঁচি না বাঁচি না রে বন্ধু
শিল্পীঃ শাহ আব্দুল করিম
কথা: শাহ আব্দুল করিম
সুরঃ শাহ আব্দুল করিম
বাউল গান