যদি আরেক জনম আমি পাই গো-লিরিক্সঃ
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
সে জনমে তোমাকে চাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
এ জনমে তুমি হলে না আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবি কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
কারে দেখাবো আমি বুকের ব্যথা
তুমি যে আমার সাথী হলে না
এমন করে বুকে জ্বলছে আগুন
সইতে আমি আর পারিনা
কারে দেখাবো আমি বুকের ব্যথা
তুমি যে আমার সাথী হলে না
এমন করে বুকে জ্বলছে আগুন
সইতে আমি আর পারিনা
তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন
তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন
আমার হৃদয় পুড়ে ছাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়
যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান
এই চোখে সাগর জোয়ার
তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়
যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান
এই চোখে সাগর জোয়ার
তবুও বলে মন হাত বাড়িয়ে
তবুও বলে মন হাত বাড়িয়ে
তোমার শত ব্যথা সইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
এ জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবিই কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
Jodi Arek Jonom Ami Paigo-Song Lyrics:
Jodi arek jonom ami paigo
Se jonome tomake chaigo
Jodi arek jonom ami paigo
Se jonome tomake chaigo
A Jonome tumi hole na apon
Premer name sudhu venge dile mon
Bidhir kache sobi koibo
Jodi arek jonom ami paigo
Se jonome tomake chaigo
Jodi arek jonom ami paigo
Se jonome tomake chaigo
A Jonome tumi hole na apon
Premer name sudhu venge dile mon
Bidhir kache sobi koibo
Jodi arek jonom ami paigo
Se jonome tomake chaibo
Song Credit:
Song : Jodi Arek Jonom Ami Paigo
Cover Singer : Belal khan
Original Song Credit : SM Sharat
Tune : SM Sharat
Lyrics : Aminul Islam