Apon Ghorer Khobor Ne Na(আপন ঘরের খবর নে না)-Lyrics | লালন শাহ

 

লালন শাহ


আপন ঘরের খবর নে না-লিরিক্সঃ

আপন ঘরের খবর নে না
অনায়াসে দেখতে পাবি
কোনখানে কার বারামখানা।।
আপন ঘরের খবর নে না
আপন ঘরের খবর নে না

কোমল ফোটা কারে বলি
কার মোকাম তার কোথায় গলি
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলি জনা।।

অন্য জ্ঞান যার সখ্য মোক্ষ
সাধক উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
দেখলে চক্ষের পাপ থাকে না।।

শুষ্ক নদীর শুষ্ক সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয়, কৃতি-কর্মার
কি কারখানা।।

Apon Ghorer Khobor Ne Na-Folk Song Lyrics:

Apon ghorer khobor ne na
Anayase dekhte pabi
Konkhane kar baramkhana
Apon ghorer khobor ne na


Song Info:

গানঃ আপন ঘরের খবর নে না
কথাঃ লালন শাহ
 সুরঃ লালন শাহ
লালনগীতি

Post a Comment

Previous Post Next Post