Keno Piriti Barailare Bondhu(কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু)-Lyrics | Ishrak Hussain | শাহ আবদুল করিম

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু-লিরিক্সঃ

 কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিবো তোর মন
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাড়া-পড়শি বাদী আমার
বাদী কালনী নদী
পাড়া-পড়শি বাদী আমার,
বাদী কালনী নদী
মরম-জ্বালা সইতে নারি
দিবা-নিশি কান্দি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কারে কি বলিবো আমি
নিজেই অপরাধী
কেঁদে-কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
বাউল আব্দুল করিম বলে
হলো এ-কী ব্যাধি?
তুমি বিনে এই ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

কেমনে রাখিবো তোর মন,
আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।
কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি।

Keno Piriti Barailare Bondhu-Song Lyrics:

Keno pirithi barailare bondhu
Chere jaiba jodi
Kemone rakhbo tor mon
Amar apon ghore badhi re bondhu
Chere jaiba jodi
Keno piriti baraila re bondhu 
Chere jaiba jodi

Para poshi badi amar
Badi kalni nadi
Para poshi badi amar
Badi kalni nadi
Morom jala soite nari
Diba nishi kandhi re bondhu
Chere jaiba jodi




Song Credit:

Song: Keno Piriti Baraila Re Bondhu
Singer: Ishrak Hussain
Lyricist :Shah Abdul Karim
Tune : Shah Abdul Karim
Music: Ishrak Hussain
Label: CD Vision



Post a Comment

Previous Post Next Post