Manush Chena Boro Daay(মানুষ চেনা বড় দায়)-Lyrics | Shimul Hasan

মানুষ চেনা বড় দায়-লিরিক্স


মানুষ চেনা বড় দায়-লিরিক্সঃ

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

ভুল মানুষ রে দিয়া মন 
বিশ্বাসের হইলো মরণ
মিথ্যা প্রেমের অভিনয়ে 
করে গেল হৃদয় ক্ষয়।

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

প্রেম রশিতে গিট্টু দিলাম
পায়ে দিলাম বেড়ি
সেই মানুষটাই ভুইলা গেলো
এতো তাড়াতাড়ি

ও, প্রেম রশিতে গিট্টু দিলাম
পায়ে দিলাম বেড়ি
সেই মানুষটাই ভুইলা গেলো
এতো তাড়াতাড়ি

থাইকা বুকের পিঞ্জরে
দুঃখ দিলো অন্তরে
ভালবাসার আশা দিয়া 
দুখের সাগরে ভাসায়।

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

সুসময়ে সুজন মিলে 
দুঃসময় দেখা নাই
কতো দেখলাম আত্মার মানুষ
মুহুর্তেই রং বদলায়

ও,সুসময়ে সুজন মিলে 
দুঃসময় দেখা নাই
কতো দেখলাম আত্মার মানুষ
স্বার্থ শেষে রং বদলায়

মিথ্যা মায়ায় জড়াইয়া
বিশ্বাস গেছে হারাইয়া
মনে মানুষ মন পোড়াইয়া
না জানি কি শান্তি পায়।

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

ভুল মানুষ রে দিয়া মন 
বিশ্বাসের হইলো মরণ
মিথ্যা প্রেমের অভিনয়ে 
করে গেল হৃদয় ক্ষয়।

মানুষ চেনা বড় দায়
নিষ্ঠুর এই দুনিয়ায়
আপন আপন ভাবো যারে
সে তো তোমার আপন নয়

Manush Chena Boro Daay Lyrics:

Manush chena boro daay
Nisthur ei duniyai
Apon apon bhabo jare
Se to tomar apon noy

Manush chena boro dai
Nisthur ei duniyai
Apon apon vabo jare
Se to tomar apon noy

Vul manush re diya mon
Bissasher hoilo moron
Mitha premer ovinoye
Kore gelo hridoy khoy


Song Credit:

Song: Manush Chena Boro Daay
Singer: Shimul Hasan 
Lyrics: Mollik Rasel 
Tune: Akash Mahmud 
Music: Akash Mahmud 
Label: Shimul Hasan Baul

Post a Comment

Previous Post Next Post