আমার বন্ধে ভাব জমাইছে-লিরিক্সঃ
আমি তার মুখে আছি
আমি তার বুকে আছি
নেই শুধু তার মনে
আমার বন্ধে,
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
আরে,গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
অন্য কারো সনে
পর মানুষে দুঃখ দিলে ছিলো না গো কথা
বন্ধুর তোমার আচরণে পাইছি মনে ব্যথা গো
পাইছি মনে ব্যথা
পাইছি মনে ব্যথা গো
পাইছি মনে ব্যথা
পর মানুষে দুঃখ দিলে ছিলো না গো কথা
বন্ধুর তোমার আচরণে পাইছি মনে ব্যথা
পাখি হলে যাইতাম আমি
পাখি হলে যাইতাম আমি উড়িয়া বনে
আমার বন্ধে,
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
আরে,গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
অন্য কারো সনে
বুঝি বুঝি সবই বুঝি তার চোখেরই ভাষা
আমার জন্য নাই আর বন্ধুর আগের ভালবাসা গো
আগের ভালবাসা
আরে,আগের ভালবাসা গো
আগের ভালবাসা
বুঝি বুঝি সবই বুঝি তার চোখেরই ভাষা
আমার জন্য নাই আর বন্ধুর আগের ভালবাসা
মুনসুর সানী পর হইলো
মুনসুর সানী পর হইলো তারই জীবনে
আমার বন্ধে,
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
আরে,গোপনে গোপনে
আমার বন্ধে ভাব জমাইছে
অন্য কারো সনে
অন্য কারো সনে
Amar bondhe Vab Jomaise-Song Lyrics:
Ami tar mukhe achi
Ami tar buke achi
Nei shudhu tar mone
Amar bondhe,
Amar bodhe bhab jomaiche
Onno karo sone
Gopone gopone
Amar bodhe bhab jomaiche
Onno karo sone
Aare,gopone gopone
Amar bodhe bhab jomaiche
Onno karo sone
Onno karo sone
Song Credit:
Song : Vab Jomaise
Singer : Jhinuk
Lyrics : Munsur Sanny
Tune: Munsur Sanny
Music Composition: Munshi Jewel
Label: IK Music Station