পঙ্খিরাজ ঘোড়া-লিরিক্সঃ
পৃথিবীর সব ফুল দিয়ে মালা বানাবো
পাখিদের সব পালক দিয়ে ঘর সাজাবো
পাখিদের সব পালক দিয়ে ঘর সাজাবো
দিন দুপুরে এমন স্বপ্ন পাগলেই তো দেখে
কবি শুধু কল্পনাতে এমন কথা লেখে
কবি শুধু কল্পনাতে এমন কথা লেখে
আবোল তাবোল কউরে কথা না হইতে রে বুড়া
আনতে যামু চইড়া তোরে পক্ষিরাজ ঘোড়া
তুই আর আমি ঘুরবো হইয়া প্রজাতির জোড়া
আনতে আসিস চইড়া রে তোর পক্ষিরাজ ঘোড়া
আনতে আসিস চইড়া রে তোর পক্ষিরাজ ঘোড়া
তুই আর আমি ঘুরবো হয়ে প্রজাপতির জোড়া
একটা কথা সত্য কইলে পাঁচটা বলিস মিথ্যে
না জানি কয়জনের বাসা তোরই মনের মধ্যে
চেহারাটাই কালো তবু মনটা আমার সাদা
তোরই মনের সাথে আমার মনের জুটি বাধা
অন্তর কেটে বানিয়ে দে পারলে ফুলের তোড়া
আনতে যামু চইড়া তোরে পক্ষিরাজ ঘোড়া
তুই আর আমি ঘুরবো হয়ে প্রজাপতির জোড়া
আনতে আসিস চইড়া রে তোর পক্ষিরাজ ঘোড়া
তুই আর আমি ঘুরবো হয়ে প্রজাপতির জোড়া
আমি রাজা আমি প্রজা মুনসুর সানীর দেশে
রাজরানী টা করবো তোরে এনে বূধুবেশে
ভালোবাসা হয়না কথায় হয় নারে প্রীতি
শাড়ি চুরি গয়না বাড়ি পারবি কিরে দিতে
আমায় তোরে দিয়ে দিলাম লিখে আগাগোড়া
আনতে আসিস চইড়া রে তোর পক্ষিরাজ ঘোড়া
তুই আর আমি ঘুরবো হয়ে প্রজাপতির জোড়া
Ponkhiraj Ghora-Song Lyrics:
Prithibir sob phol diye mala banabo
Pakhi der sob palok diye ghor sajabo
Din dupure emon sopno pagole e to dekhe
Kobi shudhu kolponate emon kotha lekhe
Abol tabol kaure kotha na hoite re bura
Ante jamu choira tore ponkhiraj ghora
Tui ar ami ghorbo hoiya projapotir jora
Ante asis choira re tor ponkhiraj ghora
Tui ar ami ghorbo hoye projapotir jora
Song Credit:
Song Name: Ponkhiraj Ghora
Artists: Akram Khan & Tasmim Zaman Sharna
Lyrics: Munsur Sanny
Tune: Akram Khan
Music: AN Farhad
Label: IK Music Station